DEHLIJ

প্রদীপ চক্রবর্তী

 হরপ্পা , ২০২১



এক .


সহজাত ক্যাকটাস পেয়ে যাই 

টানা ও পোড়েন ফুরোলো রকমপাড় ফুলে 



সকলের চোখে ভুল ফুটলো ...



এক মানুষ এগোচ্ছে , উঠছে নামছে 

ঘুঘুর ডাক লাফায় না , নাচে না , ভয়ে পিছিয়ে আসে না 



ম্রিয় - কুয়াশার কুয়ো খোঁড়া হচ্ছে , 

কবিকঙ্কনের সোনার গোধিকা শুয়ে আছে মেঘান্তারায় 



রঙের রংচটা পর্দার বিগত নীলে 

শিশিরশীল তুই , 

ঋতুমতী পৃথিবীর ইজেলের কাছে 

ঝরে যায় বাগান - ঝরোখা 



ছায়া - ছেনে খাওয়া , 

কাঠ জ্বলে ভেজা ভেজা গন্ধে 

জলের তুলনামূলক দেড়শো ফ্যাদম 

গাঢ় কালির মধ্যে দু - আঙুল

 জোনাকি কাঁটার খোঁপা 


মরচে পড়া চামচে দিয়ে 

আনমনা তিল তুলে নিলে , 

মেয়েটির শ্বাসকষ্ট হয় ...



দুই .


বালতিরা হৈ হৈ করে নেমে ভুষোর মতো জলে সাঁতার কাটছে , ডুবছে না 

ক্রমাগত পাখিক্ষরণের চড়াই উতরাই পেরিয়ে গাট্টুরা জঙ্গল - বধির | পাখির আঠা গড়িয়ে নামছে  ক্রমশ নাচের ভঙ্গিতে ...



অদ্ভুত পেঁচানো সিঁড়ি অন্তহীন নেমে গেছে 

স্বপ্নে | সেই বিলীন বিস্মিত মেঘের দরজা 

খোলা | কখনো বা মত্ত হয়ে টাল খায় নিরক্ষর নিষাদ | একরাশ নোনাধরা টাকার স্তূপ | নীচে অবিকল কবি'র মতো পোষা মানুষের ঘোড়া |



একটানা সাতমাইল উড়ে যাচ্ছে দানাপানি খেতে খেতে ঘোড়া | আত্মহত্যার আগে , কবি 'র মতো সে হারিয়ে যাচ্ছে  সারা দৃশ্য থেকে ...



তিন .


পিশাচের কলুষ নিরীক্ষার দিকে বয়ে চলে মায়ের প্রোটিন ,

বুকে বাঁধা কুমড়ো ফুল ,

শিশুর টয়ট্রেনে মা শুয়েছেন , 

ঝরাপাতা অবাক শাখায় আবার ফিরবে বলে 




আবার কী ফিরবে পশুর পরাগকণা ? 

প্রজাপতি আসলে ছায়ার লিরিক ...



' যোগিয়া মেরে ঘর আ ' ---  গানের প্রথম মুখরাটা , আত্মহত্যার আগে একবার এসে বললো না কেন , মেয়েরা প্রসাধনকলায় কর  বসায় | মাটি কামড়ে মানুষের শিকড় নিঃশ্বাস নিচ্ছে ফুসফুস ছাড়া ! 



বনের পানিপাঁড়ে সাতঘুরুং- এর জল 



সে মিশে যাচ্ছে পাথরের মতো 



মা এখনই অস্ত যাবে , 


সুফিদের মোরগ ডাকে : কু ক্ - রু  .. ক্ - কু ... 

 


চার .


শাওন আসবেন | যতক্ষণ না খামার গুনে তোলা হয় ভোরে ...


এভাবে কিছুটা আকাশ অপেক্ষারত ক্ষণস্থায়ী নিগূঢ় ছায়ায় 


ভোর নিজেকেই নিজে আদর করে ,


সেই নির্জন ভাষায় পুরোনো বাড়ি গুঁড়োগুঁড়ো ভেসে থাকে লাল -  শালু - ঢাকা 


শেখার প্রণালী পড়ছে আসমানি অপাপকণায় , 


বনজঙ্গলের দীর্ঘশ্বাসে কোথাও জন্মেছে কী অবৈধ ফুল ?

 

শাওন অথচ ঝরিয়া 



পাঁচ .



পৃথিবী | শহরতলি |  আরও শারীরিক ঝরনার কুলি | রক্তে কাঁপন , লোনা স্বাদ | 


শাওন গেঞ্জি খোলার মতো খুলছে অশোকতরু 



বৃষ্টি থেকে ছায়া তুলে নিয়েছিল সারা বাড়ি |


ছয় রিপু , ছয় ঋতু | 

 ডাকাতের মতো দরজা ভেঙে টের পায় মর্মর ও ফিসফাসের দূরে 

মাংস প্রকরণ | অন্নবেদবিধি ...| 



বিকেলের আগে রোদের ভেতর থেকে বিকেলের গন্ধ উঠে আসে |


ঘামে ভেজা | নুন আর তেলের খোঁজে | 


লোভলগ্ন সব বেচাকেনা | অতল  বিতল ডোবা |


বনকুকুরের সারি | ভেঙে যায় ক্ষণে ক্ষণ ...



No comments