DEHLIJ

চয়ন মুখোপাধ্যায়

রক্তকরবী




রক্ত শূন্য চোখের চাহনির মত
ভোরের অালো ফুটছে। 
গান পাখিরা অাজ নিখোঁজ 
চারপাশে কাল সাপের হিসহিসানি
নরম মাটির ওপর বাঘের থাবা
কোত্থেকে একটা দমকা বাতাস
বয়ে অানলো পোড়া লাশের ঘ্রাণ
যেন শ্মশানে হাজার হাজার চিতা 
ধরানো হয়েছে, গণ সৎকার চলছে।

এ কোন মৃত্যু দ্বীপের বাসিন্দা অামি? 
এখানে প্রতিটা বায়ু কণা গুপ্ত ঘাতক 
প্রতিটা অালোক বিন্দুর চোরা চাহনিতে
বিষ ঝড়ে, রক্তক্ষয়ী প্রতিহিংসায় নক্ষত্র 
পতনের ধ্বনি শুনবো বলে কান পেতে অাছি।
বাহারের সুরে হয় তো অাবার 
মৃত কোলজে ফুঁড়ে উঁকি দেবে রক্তকরবী।। 

No comments