DEHLIJ

দেবযানী বসু

আটপৌরে


১. জলসলিল। বিস্রস্ত। কাম - রাঙা।

                  'কথাবান্ধব'

ভোরের পথ অফুরান করেছ।


২. কামরাঙা । প্রতিবেদন । তুমি।

                   জীবনঘটিত

বলে কিছু রইলনা আর।


৩. বেদ-বেদনা। সুমঙ্গল । রাখী - মন।

                  এলোমেলো

বঞ্চনার সাড়ে সাত পাকে।


৪. মিথুনলগ্না। দেহদেহলি। প্রহরহীনা ।

                 চাতকের

আকাশ ছিনিয়ে আনন্দ পায়।


৫. স্পষ্টাস্পষ্টি। কায়াদরশন । টপ্পালাগা ।

                আপত্তির

মাধুকরী বেশ উল্টে দেখায়।


৬. পাশাশকুনি। উলভারিন। কলাতন্ত্র ।

                        শীত - ওমে

আঙুল মটকানো অভ্যাস করি।


৭. বিশেষগুপ্তি। ঝাড়ফুঁক। আনন্দমহল।

                        কড়কমাঞ্জার

ভয়ে ঘুড়ি আর ওড়েনি।


৮. নীলশিরা। সূঁচ-আস্থা। নেশারঙ।

                 উল্টোসরার

রাগরস খিচুড়িমানব বানিয়েছে আমাকে।




  





  






No comments