DEHLIJ

বিদিশা সরকার









চুপ ! ক্যামেরা চলছে 


মানুষটি আমাকে নিয়ে বড়ই চিন্তিত

ঘরে ঘরে দরজায় দরজায়

উপযাচকের সুখ্যাত 

সভ্য থেকে সভ্যতর সমাজের কিছু নমুনা 

একান্তই থাক 

নীরমহলের লাগোয়া 

ভাসমান লাশের সঙ্গে ভাসছে আমার ইজ্জত 



খবরগুলো বাইপাস হয়ে 

দিবানিশি রচনা বিলাস থাক তবে 

ব্যালেরিনার বাগান কারা ছেঁটে দিচ্ছে 

নাই বললাম 



খবর গিলছি আর 

গলায় আঙুল দিয়ে বমি 

চুপ!! ক্যামেরা চলছে ......



কাকতাড়ুয়া 


একটা ঢাউস তালা বইতে বইতে কড়াদুটো শুধু অপেক্ষা করছিল কখন আসবে হারিয়ে যাওয়া চাবিটা। চাবিটা ছিল আসলে ও আদপে একটি মানুষ। তাকতের পরিচয় দেখাতে গিয়ে যে বা যারা হেরে যায় তাদেরই তো যত হম্বিতম্বি। মানুষটি তাদেরই একজন।অথচ পিঞ্জরের পাখিটার দানাপানি যোগায় কে যে!


ছাদ বলেছিল,দরজা তো খোলাই।প্রথম বৃষ্টির একেক বার একেক মানে।কৌতুহল বলেছিল, পাশের ছাদে কাঁচা আমের ছড়াছড়ি। মেঘ বলেছিল,রহস্য আনবাড়িতে বোবা বিলায়েত.... আর বাজনা খাজনার দায়ে খুদমনির আড়ত।


তার খিদে মরে যাবার পরে স্বপ্ন এসেছিল ধার চাইতে। অভাবের ঘরে বাস্তুঘুঘুর দিন গুজরানের ডানা অভিসম্পাত দিয়েছিল আকাশকে।খাপছাড়া ভাবনাকেই জড়ো করে জাল দিয়েছিল কামিনী আতপ।অন্যপাড়ায় বিয়ের সানাই বাতাসবাহিত প্ররোচনা। অতএব "তালা ভাঙো"।


একপ্রস্থ বৃষ্টির পরে গন্ধরাজের রাজকাহিনি পড়তে পড়তে তালা চাবির কথা ভুলে গেলো নগরপালক।সকালে সবাই দেখল একটা কাকতাড়ুয়া পাহারা দিচ্ছে এই গোটা সমাজ ব্যবস্থাকে।

No comments