DEHLIJ

শমীক বসু

 বৃষ্টি নামার আগে 




কখনো বিষাদ নামে 

মেঘের পালক খসে 

বৃষ্টিরা ভিড় করে জানলার কাঁচে 

গোলাপি পল্লবে আঁকা নীল চোখ 

ধোঁয়াশার জাল ঢেকে যায় 

দৃষ্টি ঝাপসা হয়ে আসে,

মৃত মথের নকশায় আঁকা ঠোঁট –

ধুসর চুম্বন নামে কবিতার কালবেলা জুড়ে l


ট্রেন হারানোর পর 

একা প্ল্যাটফর্ম জানে 

বিমর্ষ পাখির গানে সন্ধে নামা,

কারা যেন ফিরে গেছে ঘরে 

মাঝরাতে অঝোর বৃষ্টি নামে ll



চিঠির মত 


এখানে কখনো কি তুমি এসেছিলে?

এই বনের পথে নরম মাটিতে 

তোমারই পায়ের ছাপ পাই!

আমি সেই পথে বহুদূর হেঁটে গেছি 

একা নয়, তোমাকেই সাথে নিয়ে যেন l


এই পাড়াগাঁর  পুকুরের জলে 

তুমি বুঝি নেমেছিলে?

এলো চুল খোলা পিঠে জল 

 রোমাঞ্চের হাত তার রেখেছিলো !

এই জল ছুঁয়ে তোমার শরীর স্পর্শ পাই l


এই ঘরে বিছানায় দক্ষিণ জানালায় রেখে মুখ 

প্ৰিয় উপন্যাস হাতে 

অলস দুপুর বুঝি কেটেছিল –

প্রতি রাতে তোমার শরীর ঘ্রাণ 

আমাকে গভীর আদর করে l


কোনো দিন গাছের তলায় নিঃশব্দ কেঁদেছিলে – একা ?

তোমার দুঃখরা আজো ফুল হয়ে ফোটে,

বাতাসের স্রোতে ভেসে আসে 

নিষিদ্ধ প্রেম তোমার – পরাগ সৌরভে ll

No comments